
প্রকাশিত: Thu, May 18, 2023 4:20 PM আপডেট: Fri, May 9, 2025 12:37 PM
ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২৩ ঘোষণা
জাফর খান: শিশুদের নানা বিষয় গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকতার উৎকর্ষতাকে স্বীকৃতি দিয়ে সংস্থাটি এটির প্রবর্তন শুরু করেছিল ২০০৫ সালে। আর চলতি বছরে এই আয়োজনে ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস অষ্টাদশ বর্ষে পদার্পণ করলো। ইউনিসেফ প্রেস রিলিজ
আর এবারের পুরস্কার নির্বাচনের ক্ষেত্রে ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ডের বিচার প্রক্রিয়ার জন্য কোনও নির্দিষ্ট মানদণ্ড রাখা হয়নি। প্রতিটি বিভাগের সংজ্ঞাই সে সম্পর্কে নির্দেশিকা হিসেবে কাজ করবে। তবে শিশু অধিকার ইস্যুতে প্রতিটি বিভাগে সংবাদ প্রতিবেদনের বিচার প্রক্রিয়ার মানদন্ড কী হবে সেটি নির্ধারণে বিচারকদেরকে এরইমধ্যে দায়িত্বও দেওয়া হয়েছে।
এবারের অ্যাওয়ার্ডে ১৮ বছর ও তদূর্ধ্ব এবং ১৮ বছরের নিচের বয়সীমার যারা আছেন তার আবেদন করতে পারবেন।
১৮ বছর ও উর্ধ্বের বয়সীদের যেসব প্রতিবেদনের উপর ভিত্তি করে পুরষ্কার দেওয়া হবে সেগুলো হলো- টেক্সট (প্রিন্ট/অনলাইন) এর আওতায়- পরিবর্তনের দূত শিশু (স্থানীয় ও জাতীয়ভাবে ইতিবাচক পরিবর্তনের জন্য শিশুদের পদক্ষেপ নেওয়া সম্পর্কে); ঝুঁকিতে থাকা শিশু (শিশুশ্রম, রাস্তায় বসবাসকারী শিশুদের অবস্থা, প্রতিবন্ধী শিশু, শিশুদের বিরুদ্ধে সহিংসতা এবং নির্যাতন এবং অন্যান্য শিশু সুরক্ষা বিষয়ে), জলবায়ু পরিবর্তন ও শিশু (শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য, অভিবাসন, ভবিষ্যত), শিক্ষা এবং শিশু (শিক্ষার সুযোগ, মান, অন্তর্ভুক্তি, সাক্ষরতা, সংখ্যাতা এবং আরও অনেক বিষয়ে অনুসন্ধান করা), লিঙ্গ সমতা (মেয়েদের ক্ষমতায়ন, খেলাধুলার মাধ্যমে লিঙ্গ সমতাকে এগিয়ে নিতে মেয়ে, ছেলে, নারী ও পুরুষের ইতিবাচক পদক্ষেপ বাল্য বিবাহ, লিঙ্গ ভিত্তিক বৈষম্য ও সহিংসতা), রোহিঙ্গা শরণার্থী শিশু (রোহিঙ্গা শরণার্থী শিশুদের পরিস্থিতি, চাহিদা এবং ভবিষ্যতের স্বপ্নগুলো), শিশু অধিকার (সাধারন বিভাগ)। এছাড়াও ফটোগ্রাফি (প্রিন্ট/অনলাইন, ভিডিও (টিভি/অনলাইন) প্রতিবেদনও অ্যাওয়ার্ডের জন্য বিবেচিত হবে।
অন্যদিকে ১৮বছরের নিচে যারা তারাওঁ উল্লেখিত ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন।
ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস (১৮ বছর ও তদূর্ধ্ব) বিজয়ীদের ১,০০,০০০ টাকা এবং একটি ক্রেস্ট প্রদান করা হবে। আর ১৮ বছরের নিচে বিজয়ীদের ৫০,০০০ টাকা ও একটি ক্রেস্ট প্রদান করা হবে। এর সঙ্গে মনোনীত প্রত্যেকেই একটি সনদপত্র দেওয়া হবে।
তবে তিনটির বেশি আবেদন জমা দেওয়া যাবে না বলেও জানিয়েছে ইউনিসেফ। এছাড়াও বিচারক বা ইউনিসেফ কর্মীদের পরিবারের কোনো সদস্য আবেদন জমা দিতে পারবেন না। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া
আরও সংবাদ
রিয়াজ একজন পরিপূর্ণ অলরাউন্ডার অভিনেতা
ওমর : পারফেক্ট এন্টারটেইনিং সিনেমা
পাকিস্তান থেকে আব্দুল আলীমের গান দেশে নিয়ে আসছেন তাঁর মেয়ে নূরজাহান
[১]স্ত্রীকে চমক ৫০তম বিবাহবার্ষিকীতে ১২ লাখ সূর্যমুখী ফুল দিয়ে
[১]মাসা আমিনিকে সর্বোচ্চ মানবাধিকার পুরস্কারে ভূষিত করল ইইউ
[১]মাথা ফাটল রাজের, হাসপাতালে ভর্তি পরীমণি

রিয়াজ একজন পরিপূর্ণ অলরাউন্ডার অভিনেতা

ওমর : পারফেক্ট এন্টারটেইনিং সিনেমা

পাকিস্তান থেকে আব্দুল আলীমের গান দেশে নিয়ে আসছেন তাঁর মেয়ে নূরজাহান

[১]স্ত্রীকে চমক ৫০তম বিবাহবার্ষিকীতে ১২ লাখ সূর্যমুখী ফুল দিয়ে

[১]মাসা আমিনিকে সর্বোচ্চ মানবাধিকার পুরস্কারে ভূষিত করল ইইউ
